রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | মরুশহরে ফের স্পিনারদের দাপট, জয়ের জন্য ভারতের দরকার ২৫২ রান

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ১৮ : ১৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে আবার স্পিনারদের দাপট। নিউজিল্যান্ডের দুই সেরা ব্যাটারকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব। বাকি কাজটা সারেন বরুণ চক্রবর্তী। ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ২৫১। জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ২৫২ রান। যা করে ফেলা উচিত রোহিতদের। ফাইনালে নেই কিউয়িদের সেরা পেসার ম্যাট হেনরি। তারওপর দলে কোনও রিস্ট স্পিনার নেই। সুতরাং, যে ফর্মে আছে ভারতীয় ব্যাটাররা, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েলকে সামলাতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে শুরুতে ম্যাচের টেম্পো তুলে দিতে হবে রোহিতকে। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিচেল স্যান্টনার। চোটের জন্য শেষপর্যন্ত খেলতে পারেননি ম্যাট হেনরি। তাঁর জায়গায় সুযোগ পান নাথান‌ স্মিথ। ফাইনালের আগে যা নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন রাচিন রবীন্দ্র। মারমুখী মেজাজে পাওয়া যায় বাঁ হাতি ওপেনারকে। প্রথম সাত ওভার দ্রুত রান তোলে নিউজিল্যান্ড। অবশ্য ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি তারকা দু'বার জীবন ফিরে পায়। একবার নিজের বলে ক্যাচ ফেলেন মহম্মদ সামি। দ্বিতীয়বার বরুণের বলে ক্যাচ ফস্কান শ্রেয়স আইয়ার। শুরুতে পেসারদের বিরুদ্ধে স্বচ্ছন্দে ব্যাট করছিলেন দুই কিউয়ি ওপেনার। বিনা উইকেট হারিয়ে ৫০ রান অতিক্রম করে নিউজিল্যান্ড। পার্টনারশিপ ভাঙতে পাওয়ার প্লের মধ্যেই বরুণ চক্রবর্তীকে নিয়ে আসেন রোহিত শর্মা। তাতেই প্রাথমিক ধাক্কা খায় নিউজিল্যান্ড। উইল ইয়ংকে ফেরান রহস্য স্পিনার। তবে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ১১তম ওভারে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে এবং সেমিফাইনালে তেমন নজর কাড়তে পারেননি কুলদীপ যাদব। কিন্তু রবিবার ম্যাচের মোড় ঘোরান তিনি। নিজের প্রথম বলেই রাচিন রবীন্দ্রকে বোল্ড করেন। পরের ওভারের দ্বিতীয় বলেই ফেরান কেন উইলিয়ামসনকে। কুলদীপের হাতেই ধরা পড়েন তিনি। মাত্র ১৮ রানে তিন উইকেট হারানোর পর কিউয়িদের রান তোলার গতি মন্থর হয়ে যায়। পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে ৬৯ রান ছিল নিউজিল্যান্ডের। ২৯ বলে ৩৭ রান করে আউট হন রাচিন। ইনিংসে ছিল চারটি চার, একটি ছয়। পরের দশ ওভারে মাত্র ৩২ রান। মাঝের ওভারে চার স্পিনারের কৃপণ বোলিংয়ে রানের গতি কমে যায় কিউয়িদের। চার-ছয় দূর অস্ত, নিয়মিত স্ট্রাইক রোটেট করতেও ব্যর্থ হয়। অ্যাঙ্করের ভূমিকা পালন করেন ড্যারেল মিচেল। ১০১ বলে ৬৩ রান করে আউট হন। একদিনের কেরিয়ারে সবচেয়ে মন্থর অর্ধশতরান মিচেলের। ৯১ বলে ৫০ সম্পূর্ণ করেন। ১১ বছরে কিউয়ি ব্যাটারের সবচেয়ে স্লো অর্ধ‌শতরান। নিউজিল্যান্ডের ইনিংসে ১৫৫টি ডট বল।

দারুণ বোলিং রোটেট করেন রোহিত শর্মা। কিউয়ি ব্যাটারদের থিতু হতে দেননি। কুলদীপ, বরুণের ঘূর্ণিতে ম্যাচের মোড় ঘুরে যায়। গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি বেঁধে মাঝের ওভারগুলোতে নিউজিল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখেন মিচেল। সেই সময় উইকেট হারালে সমস্যায় পড়তে পারত নিউজিল্যান্ড। ৫২ বলে ৩৪ রান করেন ফিলিপস। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন মাইকেল ব্রেসওয়েল। তাঁর কাঁধে ভর করেই ২৫০ রানের গণ্ডি পেরোয় নিউজিল্যান্ড। ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন কিউয়ি অলরাউন্ডার। ইনিংসে ছিল ৩টি চার, ২টি ছয়। শেষদিকে ব্রেসওয়েলের ইনিংসে অন্তত লড়াই করার মতো রানে পৌঁছয় নিউজিল্যান্ড। জোড়া উইকেট নেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। এদিন একেবারেই অফফর্মে ছিলেন মহম্মদ সামি। ৯ ওভারে ৭৪ রান দেন। একটি উইকেট সান্ত্বনা মাত্র। 


India vs New ZealandKuldeep Yadav2025 ICC Champions Trophy

নানান খবর

নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া